আবারও বগুড়া শেরপুরের অটোচালককে হত্যা, লাশ উদ্ধার

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে এক অটোচালককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নুন্দহ ফাজিল মাদ্রাসার গেটের সামনে পারিবারিক কবরস্থানের পাশের জঙ্গল থেকে রিপন হোসেন ওরফে লিল্টু (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলায় এক নারী জঙ্গল পরিষ্কার করার সময় লাশটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
‎নিহত রিপন হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ী গ্রামের বাসিন্দা। তিনি পিতা মোঃ বদিউজ্জামানের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক (অটো) চালক ছিলেন।
‎পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে রিপন হোসেন ভাড়ায় যাত্রী নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। শেরপুর উপজেলার গাড়ীদহ বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রেখে যায়।
‎নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফাইম উদ্দিন জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
‎এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দিনদিন বেড়ে চলেছে এ ধরনের অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন সাধারণ জনগণ- এ ধরনের অপরাধ যেন আর না ঘটে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *