
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
ইসলামিক ফাউণ্ডেশন বগুড়ার আয়োজনে বগুড়ায় শেরপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় “সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা” শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন,সভাপতি উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বগুড়া ।
প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক বগুড়া মহোদয় মোছাঃ হোসনে আফরোজা। এসময় প্রধান অতিথি বলেন সকলের সহযোগিতা এবং সবার সম্মিলিতভাবে ধর্মবর্ণ শেষে মিলেমিশে পারস্পরিক সম্পর্ক ও আস্থা অটুট রেখে চলতে হবে, তাহলেই সাম্প্রতিক সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণ সুরক্ষা বজায় থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজীব শাহরীন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল),আশিক খান, ইউএনও শেরপুর উপজেলা,ও উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার মোঃ জিল্লুর রহমান। এছাড়াও শেরপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।