
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলায় জাকের পার্টির মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে মুদাফফরগঞ্জ দক্ষিণ বাজারে জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট কার্যালয়ের সামনের মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জাকের পার্টির সভাপতি জনাব রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম বাবুল, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, কুমিল্লা দক্ষিণ জেলা যুব হিন্দু ভক্ত ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র ভৌমিক এবং কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি জনাব নুরে আলম মানিক।
এছাড়াও লাকসাম উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনসভা শেষে একটি র্যালি বের করা হয়। পরে মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।