
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতৃবৃন্দের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক বিন ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সদস্য সুভাস দাস, শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ৫ আগস্টের পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ষড়যন্ত্র ও দাঙ্গার চেষ্টা চালানো হলেও বিএনপি সর্বাত্মক চেষ্টা করেছে যাতে তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পারেন। দেশের রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সুজালপুরসহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার জনগণের অধিকার রক্ষায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে আরও সক্রিয় হতে হবে।