হাজী কাজী নজরুলঃ
ছুটছে শ্রমিক কর্মশালায়
দারিদ্রতার তোড়ে।
কে পরাবে কে খাওয়াবে
পেটতো খাবার খোঁজে।
করোনার ভয় মাথায় নিয়ে
পায়ে হেঁটে যায় এগিয়ে।
যানবাহন নাই দল বাঁধিয়ে
ছুঁটছে প্রাণের ঝু্ঁকি নিয়ে।
ফেরী ঘাটে নৌ বন্দর আর
ঠাঁই নাই তিল পড়িবার।
এত কষ্টে চলছে মানুষ
শুখে রাখতে নিজ পরিবার।
হে পরওয়ার তোমার বান্দায়
দয়া করো ওদের পৌঁছার।
শান্ত রাখ আপন মহিমায়
কর্মশালায় হাজিরা দিবার।