বামনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

আরো খুলনা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই স্লোগানকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার ১৮ আগস্ট সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান (অ:দা:)।জাতীয় মৎস্য সপ্তাহ আজ সোমবার ১৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৫ আগস্ট পর্যন্ত।
পরে বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা। এসময় বক্তব্য রাখেন, বামনা উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব, শিক্ষা কর্মকর্তা রোমাঞ্চ আহমেদ, বামনা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো :মিজানুর রহমান মজনু, এস আই উত্তম কুমার, বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ শুধু মাছ চাষ নয়, জাতীয় সম্পদ রক্ষার প্রতীকও বটে। মৎস্য সম্পদ রক্ষায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, তবে এসব উদ্যোগ সফল করতে হলে জনগণের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ মাছের ভান্ডার,তবে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা নিয়ন্ত্রণ, অভয়াশ্রম তৈরি, পোনা অবমুক্তকরণ এবং জনগণকে সচেতন করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি সম্ভব। মাছ রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *