গণমাধ্যমকর্মী তুহিন হত্যার প্রতিবাদে রাউজান প্রেস ক্লাবের মানববন্ধন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক,রাউজান (চট্টগ্রাম):
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষােভ সমাবেশ কর্মসূচি পালন করেছে রাউজান প্রেস ক্লাব। ১০ আগস্ট রবিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদের সামনে এবং সদরে ফকিরহাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের প্রতিনিধি উপজেলা সহকারী ভুমি কমিশনার অংছিং মারমার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি করা হয়।
এ সময় বক্তারা বলেন ‘রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে,তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায় স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।’
সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, কাজী সরোয়ার খান মঞ্জু, সহ-সভাপতি মিলন বড়ুয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি,সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী,দপ্তর সম্পাদক এ.কে বাবর, প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপণ বিশ্বাস,সদস্য এ.এম মামুনুর রশিদ।
রাউজান খেলোয়াড় সমিতির কর্মকর্তা সাদিকুজ্জামান শফি, সাংবাদিক নুরুল আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ‘গ” জোনের সমন্বয়ক নাজিম উদ্দিন কাদের, রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক এ.আর রাশেদ উদ্দিন, সদস্য মো.সাগর, মো.তারেক, আবুল হোসেন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের কর্মকর্তা মো.আসিফুর রহমান,স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক মাওলানা রিদোয়ানসহ আরো অনেকেই।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *