
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ১৪টি মিনি স্টেডিয়ামের মধ্যে কুতুবদিয়া উপজেলার স্টেডিয়ামও এবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন নাটোর সদর উপজেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি উদ্বোধনের ঘোষণা দেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয়ভাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ, আ স ম শাহরিয়ার চৌধুরী, জিয়াউল হক চৌধুরী ঝন্টু, সাংবাদিক আবুল কাশেম, আব্দুর রশিদ বাদশা, নেয়ামতুল্লাহসহ স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবক ও অন্যান্য অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কুতুবদিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রজন্মের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টিতে এই স্টেডিয়ামের গুরুত্ব তুলে ধরেন।