
৭ই আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় লাকসাম পৌরসভা কনফারেন্স রুমে গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে এবং সেইভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্টিত হয়েছে। জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্পের আওতায়, প্রকল্পের কাজে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন দূর্যোগ মোকাবেলা এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির জন্য পৌরসভা পর্যায়ে “দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি” গঠন করা হয়েছে। পৌরসভা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্য হল- দূর্যোগ মোকাবিলা-বিষয়ক কার্যক্রমকে সমন্বিত, লক্ষ্যভিত্তিক ও শক্তিশালীকরণ এবং সকল ধরনের দূর্যোগ মোকাবিলায় কার্যকর দূর্যোগ ব্যবস্থাপনার কাঠামো গড়ে তোলা।
ইপসার প্রজেক্ট কো-অর্ডিনেটর অরুন দর্শী চাকমার সঞ্চালনায় পরিচয় পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেন। তারপর পৌরসভার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর অরুন দর্শী চাকমা। একই সাথে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতিও উপস্থাপন করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। তিনি বলেন, লাকসাম পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হয়, তাই এই জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করছি। আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে পানি চলাচলের যেই ড্রেন গুলো বন্ধ হয়ে আছে এবং ডাকাতিয়া নদীর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, সেই জায়গাগুলোতে আমরা কাজ করছি। পাশাপাশি ডাকাতিয়া নদীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ময়লা আবর্জনার কারনে পানি চলাচলে সমস্যা হচ্ছে, সেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এই কার্যক্রম আমার একার পক্ষে করা সম্ভব নয়, আপনারা যারা বিভিন্ন কমিটির সদস্যরা এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা আছেন, আপনারা সকলে এগিয়ে আসলে আমাদের এই কাজটি সহজ হয়ে যাবে। তাই আপনাদের সহযোগিতা খুব বেশি উপকৃত করবে। এছাড়া প্রকল্পের বিষয়ে বলেন, এলাকায় যারা বসবাস করেন, উনারাই আসলে সকল সমস্যার সম্মুখীন হন এবং উনারাই সবচেয়ে ভাল বলতে পারেন এলাকায় কি কি সমস্যা রয়েছে এবং এগুলো সমাধানের উপায়। স্থানীয় জনগণের নেতৃত্বে স্থানীয় অভিযোজন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ এলাকার স্থানীয় জনগোষ্ঠী। তাই তাদের অংশগ্রহনের মাধ্যমে অভিযোজন পরিকল্পনা তৈরি করবেন। এছাড়া সভার কার্যক্রমের অগ্রগতি বিষয়ে তিনি নিয়মিত আপডেট জানানোর বিষয়ে বলেন এবং তদারকির জন্য পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করেন।
উক্ত সভায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকের হোসাইন , সহকারি কমিশনার (ভূমি) মিলন চাকমা , উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, পৌরসভা স্বাস্থ্য কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ডা: মো: আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন, লাকসাম ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার – মোহাম্মদ কবিরুল ইসলাম, রেড ক্রিসেন্ট প্রতিনিধি- কাজী মাসউদ আলম, সাংবাদিক প্রতিনিধি মশিউর রহমান সেলিম ও সেলীম চৌধুরী হীরা, যুব প্রতিনিধি এবং কমিউনিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
