
সেলিম চৌধুরী হীরাঃ
আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন পূর্বাবস্থায় বহাল রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এ দাবিতে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই আবেদনপত্র জমা দেন। তারা বলেন, কুমিল্লা-৯ আসনটি দীর্ঘদিন ধরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। জনগণের আত্মিক, সামাজিক, প্রশাসনিক ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় রেখে আসনটি পূর্বাবস্থায় রাখা জরুরি।
আবেদন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন মুশু, লাকসাম পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু, সদস্য সচিব গোলাম ফারুক, সাবেক মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান দোলন ও যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদুল আলম বাচ্চু সহ বিএনপির নেতৃবৃন্দ।
তারা বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে আসনের গঠন কাঠামো পরিবর্তন করা হলে তা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।
নির্বাচন কমিশনের প্রতি তারা আহ্বান জানান, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা অযৌক্তিক পুনর্বিন্যাস ছাড়াই কুমিল্লা-৯ আসনটি যেন পূর্বের মতোই বহাল রাখা হয়।