ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

আরো কৃষি পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় “জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ জুলাই) সকালে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও প্রধান কার্যালয়ের বোর্ড রুমে” উক্ত কার্যক্রম আয়োজন ও পরিচালনা করেন ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। 

ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের এমও ডাক্তার ইফতেখাইরুল আলম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ ড: মাসুমা আক্তার বীথি, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুর।

এ ছাড়া বক্তব্য দেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) পঞ্চগড় রিজিয়ন এর সায়েন্টিফিক অফিসার এন্ড হেড কৃষিবিদ মোঃ মাসুদ রানা, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনিছুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাসিরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোছা: জিন্নাতারা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার আবুল বাসার, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম প্রমূখ। এসয়ম  ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ জন ইমাম, ১ জন পুরোহিত, হাই স্কুল এর ৫ জন প্রধান শিক্ষক সহ ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। 

সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *