জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘জুলাই স্মৃতি ম্যারাথন’ অনুষ্ঠিত

আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধি:
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হলো “জুলাই স্মৃতি ম্যারাথন”। সকাল ৭:০০ ঘটিকায় বিজয় চত্ত্বর থেকে শুরু হয়ে চন্দ্রা লাইট হাউজ মোড় ঘুরে পুনরায় বিজয় চত্ত্বরে এসে এ ম্যারাথনের সমাপ্তি ঘটে। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে ক্রীড়াবিদ, শিক্ষার্থী, যুব সমাজ। ইতিহাস ও দেশপ্রেম চর্চায় উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা এবং সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহমেদ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে মেডেল বিতরণ করেন জেলা প্রশাসক নিজে।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,“জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মপরিচয়ের এক গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মকে এর ইতিহাস জানাতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পুলিশ সুপার বলেন,“শারীরিক সুস্থতা এবং দেশের ইতিহাস—দুটিকে একসাথে স্মরণ ও চর্চার জন্য এ ধরণের আয়োজন খুবই অনুপ্রেরণামূলক।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *