চুরির মিথ্যা অভিযোগে কিশোরদের মাথা নেড়া করে সোশ্যাল মিডিয়ায় অপমান

আইন-অপরাধ আরো তথ্য প্রযুক্তি পরিবেশ সারাদেশ সিলেট
শেয়ার করুন...

সুনামগঞ্জ প্রতিনিধি:
গত ১৫ জুলাই (সোমবার) সকালে সুনামগঞ্জ জেলার শাহপুর গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনার জন্ম দেয় তিন যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের নুর আলীর ছেলে সাদিকুর, আলমাস আলীর ছেলে হোসাইন এবং রফিকের ছেলে মুজিবুর—এই তিনজন আলমপুর গ্রামের দুই কিশোরকে চুরির সন্দেহে আটক করে। পরবর্তীতে তাদের জোরপূর্বক মাথার চুল নেড়া করে সেই লজ্জাজনক দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

ভুক্তভোগী কিশোরদের ভাষ্যমতে, তারা কোনো ধরনের চুরির সাথে জড়িত ছিল না। তারা আলমপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। পূর্বের একটি ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের এভাবে অপমান করা হয়েছে।

তাদের অভিযোগ, “আমরা কোনো চুরি করিনি। ওরা আমাদের আগে থেকেই চিনত এবং পূর্বশত্রুতার কারণে সুযোগ বুঝে আমাদের এমনভাবে অপমান করেছে। ফেসবুকে ভাইরাল করে আমাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে। আমরা এর ন্যায্য বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা সামাজিক মাধ্যমে নিন্দা প্রকাশ করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানায়, এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *