
স্টাফ রিপোর্ট, লাকসাম:
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের ত্রৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ জুলাই সকাল ১১টায় লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টে মো. সিরাজুল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন জাফর আহমেদ।
সভায় গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দুই বছরের জন্য পিএফজি লাকসাম ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মো. সিরাজুল হক, মীর মো. আবু বকর সিদ্দিক, মো. আবুল হোসেন মিলন, নাজনীন আক্তার নিপাকে এম্বাসেডর হিসেবে এবং জাফর আহমেদ কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন ভূঁইয়া, নাজমুন্নাহার নুপুর, নূরে আলম মানিক, পিএফজির আঞ্চলিক সমন্বয়ক রাসেল আহমেদ, খোদেজা বেগম, প্রফেসর আহসান হাবিব, পলাশ বৈষ্ণব, লাকসাম প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, উত্তম সাহা বাচ্চু, আওরঙ্গজেব খান রুবেল, আফরাতুল করিম রিমু, মো. শহিদুল ইসলাম, মো. ইউনুছ মিয়া, মো. মামুন হোসেন প্রমুখ।
সবাই বিশদ আলোচনায় বক্তারা বলেন, সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় পিএফজির সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে শান্তি-সম্প্রীতির সংস্কৃতি ছড়িয়ে দিতে কমিটির নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।