
হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম; উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এবং ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি)।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ হতে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও উক্ত আইন-শৃঙ্খলা মিটিংএ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।