
হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১০ জুলাই) জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪৪ তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালপুর জেলার কৃতি সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার নবীন প্রশাসনিক কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহম্মেদ।