মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ জুন ২০২৫ খ্রিঃ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ মোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।
বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ তানজিল আহমেদ শাওন, উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, বামনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমূখ।