বগুড়া শেরপুরে সুদের টাকা না পেয়ে অঞ্জলীর গাভি নিয়ে গেল সুদখোর

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুরে সুদের টাকার জন্য গাড়ী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলাকার ছিরেন বর্মন বিরুদ্ধে, অশোক ও গৌতম নামে কয়েকজন সুদ কারবারির বিরুদ্ধে। ৫০ হাজার টাকা নিয়ে সুদসহ ৭০ হাজার টাকা পরিশোধ করার পরে আরও ৫০ হাজার টাকার দাবিতে গাড়ীটি নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী অঞ্জলী রানী (৪৫)।
এলাকাবাসী ও শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের প্রমের ভিম বর্মনের ছেলে ছিরেন বর্মন, হফেন বর্মনের ছেলে চঞ্চল, কালু বর্মনের ছেলে গৌতম বর্মন, প্রভাত বর্মনের হেলে অশোক বর্মনের কাছ থেকে দুই বছর আগে ২০ হাজার টাকা ঋণ নেন। অঞ্জলী তাদের ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বেশকিছু দিন হলো তারা আরও ৫০ হাজার টাকায় বাধিয়ে নামা কলম হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিনের বেলায় মাঠের মধ্য থেকে অঞ্জলির সাত মাসের গর্ভবতী গাভী জোর করে নিয়ে যায়। পরে অঞ্জলি আনতে গেলেও গাড়ীটি আমারে দেয়নি আমাকে ৫০ হাজার টাকা ছাড়া গাড়ী দেবে না বলে জানায়। এলাকাবাসী জামাল, তারা সমিতির নাম করে এলাকায় দীর্ঘদিন যা মানুষকে টাকা দেয় এবং জোর করে ভয় দেখিয়ে টাকা আদায় করে। বিশালপুর ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের ইউপি সদস্য পবন বলেন, ছিরেন, চঞ্চল, গৌতম ও অশোককে ডেকে এনে সুরাহার চেষ্টা করেছিলাম, ৫০ হাজার টাকা ছাড়া গাভী দেখে না বলে জানিয়ে দেয়। তবে আগামী রবিবার শালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে বলে জানান। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *