ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটো রিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার; চোরাই অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধার

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

আরিফুল ইসলাম (আরিফ)
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশ তাদের অভিযান তৎপরতা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানার নেতৃত্বে গত ০৪/০৫/২০২৫ ইং তারিখে ফুলবাড়ী থানার কাটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে ইজিবাইক চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ০৯/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ রাতভর অভিযান করে ০৫ জন অটোরিক্সা
চোরচক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন অভিযান চালিয়ে ইজিবাইকের ০৬ টি (ছয়) টি ব্যাটারী, একটি মোটর, একটি চার্জার, দুইটি কন্ট্রোলার, একটি লোহার শকাপ,একটি টায়ারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করে ।দিনাজপুর ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এছাড়াও ফুলবাড়ী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশিসহ অপরাধনির্মূলে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.