সেলিম চৌধুরী হীরাঃ
লাকসাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ৬ মে লাকসামে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ মোঃ ইসমাইল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন লাকসাম পৌরসভার ১ নং ওয়ার্ডের নশরাতপুর মধ্যমপাড়ার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।
উক্ত মাদক ব্যবসায়ী ইসমাইল তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে অভিযুক্ত মোঃ ইসমাইল হোসেন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে যৌথ অভিযানের সদস্যরা তাকে আটক করে।
পরে তল্লাশি চালিয়ে ১৫৩ পিছ ইয়াবা, নগদ ৬৯ হাজার ২ শ ৩৫ টাকা এবং একটি স্মার্ট ফোন উদ্ধার করে তাকে লাকসাম থানায় সোপর্দ করে।
ইসমাইল হোসেনের বিরুদ্ধে ৭ মে লাকসাম থানায়
মামলা নং ৪ দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
