তিতাসে শুরু হয়েছে “প্রতিভার খোঁজে” ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

হালিম সৈকত, কুমিল্লাঃ
“শুদ্ধ সংস্কৃতি সুন্দর মন আলোকিত হবে সারা ভূবন” এই শ্লোগানে মাত্রা সংগীত চর্চা কেন্দ্র’র উদ্যোগে তিতাসে শুরু হয়েছে “প্রতিভার খোঁজে” ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় থাকছে গান, কবিতা আবৃত্তি, হামদ/নাত ও পবিত্র কোরআন তেলওয়াত। স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র/ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় বাতাকান্দি বাজারে অবস্থিত ট্রাস্ট স্কুল এন্ড কলেজের হল রুমে প্রতিভার খোঁজে প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সেই সাথে গঠন করা হয় মাত্রা সংগীত চর্চা কেন্দ্র’র তিতাস উপজেলা শাখার নতুন কমিটি। মোঃ বিল্লাল হোসেন মোল্লাকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট তিতাস উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন মাত্রা সংগীত চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাহদী হাসান।
সভায় সভাপতিত্ব করেন লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, মাত্রা সংগীত চর্চা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পী মাহদী হাসান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মাজহারুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠী হোমনা উপজেলা শাখার সভাপতি কবি ও লেখক আহমেদ উল্লাহ, বিশিষ্ট লেখক ও শিক্ষক শাহজামান শুভ, ট্রাস্ট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ বিল্লাল হোসেন মোল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দলিল লেখক মোঃ মাহবুবুর রহমান, আইসিটি স্পেশালিষ্ট ও স্বাস্থ্যকর্মী শামসুল হক সুমন, কবি খলিলুর রহমান, নাজমুল হাসান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল তিতাস উপজেলা শাখার সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক নাট্যকর্মী হালিম সৈকত, গাজী মাজহারুল ইসলাম, গায়ক ও লেখক মোঃ আবদুল হালিম ও ছাত্রদল নেতা রুবেল আনোয়ার সরকার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সংগঠক মোঃ ইকবাল হোসেন।
এসময় বক্তারা বলেন, তিতাস উপজেলা সাংস্কৃতিক চর্চায় অনেকটাই পিছিয়ে রয়েছে। এখানে নেই কোন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও শিল্পকলা একাডেমি। এই প্রতিভার খোঁজে প্রতিযোগিতা থেকে নতুন নতুন প্রতিভা বের করে সংস্কৃতি চর্চার উর্বর ভূমি হিসেবে গড়ে তোলতে হবে তিতাসকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিতাসে সাংস্কৃতিক বিল্পব ঘটনো অসম্ভব কিছু নয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.