এফ.ওমরঃ সারাদেশে লকডাউনের তৃতীয় দিনেও সড়ক গুলোতে দেখাগেছে সিএনজি অটোরিকশার দাপট পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই সব অটোরিকশা সিএনজির ড্রাইভাররা জরুরি প্রয়োজনে বাহির হওয়ায় যাত্রীদের কাছ থেকে নিচ্ছে তিন থেকে চার গুন ভাড়া রীতিমতো পাল্লা দিয়ে গাড়ি চালাতে গিয়ে কোথাও কোথাও যানযটও তৈরি হচ্ছে। বিদুৎ অফিসের এক কর্মী বলেন বিশ্বরোড থেকে বিজরা বাজার পর্যন্ত একশত বিশ টাকা তার কাছ থেকে ভাড়া নেয়া হয়েছে।কুমিল্লা -চাঁদপুর সড়কের বিজার, মুদাফ্ফরগন্জ বাজারে এখনো দীর্ঘ যানযট দেখা যায়। অধিকাংশ ড্রাইভার স্বাস্থ্য বিধি নিষেধের কোন তোয়াক্কা করছেনা।
সংশ্লিষ্টরা মনে করছে মফস্বল এলাকাগুলোতে আরো সচেতনতা ও কঠোর আইন প্রয়োগ না করলে করোনার ভয়াবহতা আরো বাড়বে।