মোশারফ হোসেন রামগড়
ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মিসেস জিরোনা ত্রিপুরার কতৃক রামগড় উপজেলার হতদরিদ্র ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
৩০ মার্চ দুপুর ১২টায় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাজেপ চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য লিটল মনি চাকমা, রামগড় বাজার কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সহ সভাপতি মো বাহার উদ্দিন, যুব রেডক্রিসেন্ট রামগড় ইউনিট এর যুবপ্রধান আবু বক্কর প্রমুখ।
জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন পবিত্র রমজান মাস শেষে আসন্ন ঈদুল ফিতরে হতদরিদ্র যেনো ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে জন পরিষদ এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।