রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ-
কলাপাড়ায় রহস্যজনক ভাবে তিন সন্তানের জননী নিখোঁজ রয়েছে। গৃহবধূর ঘরের বেসিনে ও মেঝেতে এবং বাড়ির পিছনে পরিত্যক্ত রক্তের জমাট পড়ে রয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত গভীর রাত আনুমানিক ২.৪০ মিনিটের দিকে নিখোঁজ হয়, খুন না গুম এ বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনা স্থলে পুলিশ ও সিআইডি রক্ত ও আলামত সংগ্রহ করে তদন্তের জন্য পাঠিয়েছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী মোঃ আলমগীর হোসেন শিকদার সহ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিল মোসাঃ আখি আক্তার নুপুর বেগম (৩২)। গভীর রাতে পাঁচ থেকে ছয় জনের দুর্বৃত্ত তিন সন্তানের জননীকে ঘর থেকে নিয়ে যায়। স্বজনরা রক্তের দাগ দেখে এ বিষয়ে ধারনা করেন। আখির রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকাবাসী সহ স্বজনরা শোকাহত হয়ে পড়েছে।
বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা আলমগীর হাওলাদারের মেঝ কন্যার সঙ্গে ১৯ বছর আগে পারিবারিক ভাবে চাকামইয়ায় বসবাসকারী আলমগীর হোসেন শিকদারের সঙ্গে বিয়ে হয়। সে ঢাকা কেরানীগঞ্জের একটি কসমেটিকস কোম্পানির সুপার ভাইজার হিসেবে কর্মরত রয়েছে। এই দম্পতির দুই পুত্র মোঃ নোমান (১৪), মোঃ মাশফি (০৩) এবং শালদা আক্তার(৫) নামের এক কন্য রয়েছে।
এ বিষয়ে নিখোঁজ আখি আক্তার এর বাবা মো. আলমগীর হাওলাদার বলেন, আমার মেয়ের বাড়ি আজ সকালে যাওয়ার কথা ছিলো তবে রাত ২টা ৩০ মিনিটে দিকে বড়ো নাতি ফোন দিয়ে কান্না কন্ঠে বলে নানা আম্মু কে খুঁজ পাচ্ছিনা ঘরের মেঝেতে রক্ত তোমরা দ্রুত আসো। আমরা রাতে এসে দেখি এই অবস্থা।
এ ঘটনায় পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ, সিআইডি পাঠানো হয়েছে ত্রিমুখী তদন্ত চলছে। নিখোঁজ গৃহবধূর স্বামী আলমগীর হোসেন শিকদার ও একই বাড়ীর জহিরুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়া গেছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্তে মাঠে নেমেছে পুলিশ
আবার কিছু লোকের মুখে শোনা যায় আসলেই এটাকী হত্যা না নাটক এলাকার মানুষ প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আসবাদী।