সাগর মোড়ল তালা, সাতক্ষীরা
তালায় “ বিদায় আমিত্ব” স্লোগানকে সামনে রেখে রোজাদারদের সম্মানে ২০ শে রমযানে ভালোবাসার মঞ্চের সাতক্ষীরা জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাঝিয়াড়া বাজার চত্বরে ভালোবাসার মঞ্চের সাতক্ষীরা জেলার সভাপতি ও যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও ভালোবাসার মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, ডাঃ মাহাতাব উদ্দীন শিক্ষক এস.এম কলিম উদ্দীন তালা প্রেসক্লাবের দফতর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুবদল নেতা বিল্লাল হোসেন, জাসাস নেতা গাজী রশিদ, মানবাধিকর কর্মী কাজী এনামুল ইসলাম বিপ্লব, তালা প্রেসক্লাবের বি.এম বাবলুর রহমান,লিটন হুসাইন,ফয়সাল হোসেন,পার্থ প্রতিম মন্ডল,মোস্তাফিজুর রহমান রাজু, জাহিরুল ইসলাম, শেখ মিজানুর রহমান, ভালোবাসার মঞ্চের খাইরুল বাশার বাবু, তোহা খান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রবিউল ইসলাম রবি প্রমুখ।
ভালোবাসার মঞ্চের সভাপতির বক্তব্য বলেন, মুসাফির ! যত ঝুকবে তত উঠবে। গরিব মিসকিনকে ইফতার করানো নয় নিজের আমিত্ব ভেঙ্গে দিতেই ইফতার। পবিত্র রমজানে আমিত্ব বিদায়ে আপনার প্রতিবেশীর সংঙ্গে একদিন ইফতার। এলাকার বিশিষ্ট শিল্পপতি, ইজ্ঞিনিয়ার, ডাক্তার আর মাস্টার বসবে চা বিক্রেতা ভাই, ঠেলাওয়ালা ভাই রিকশা ওয়ালা ভাইকে নিয়ে একই টেবিলে ইফতারে । তাই দল মত ধর্ম নির্বেশেষে দেশের মানুষ ও মাটিকে ভালোবাসায় সিক্ত করি।এলাকার শত শত মুসাল্লি ও ভালোবাসা মঞ্চের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।