তিতাসের দাসকান্দিতে ফখরুল পোল্ট্রি খামারে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

হালিম সৈকত, কুমিল্লা
কুমিল্লার তিতাসের দাসকান্দিতে ফখরুল পোল্ট্রি খামারে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
সরেজমিন ও তিতাস থানার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) রাত ১১ ঘটিকার সময় ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রামস্থ আলী হোসেনের ছেলে ফখরুলের মালিকানাধীন
ফখরুল পোল্ট্রি খামারে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। আগুন দেখে আশেপাশের লোকজন পানি, বালি দিয়ে আগুন স্বল্প সময়ে নিভাতে সক্ষম হয়।
এ বিষয়ে পোল্ট্রি খামারের মালিক ফখরুল বলেন, আমরা বন্ধুরা পাশের মহল্লায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ মোবাইলে কল আসে খামারে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি গ্রামবাসি পানি ছিটিয়ে আগুন নিভাচ্ছে। আল্লাহর রহমতে ক্ষতি বেশি হওয়ার আগেই আগুন নিভে যায়। পুরোপুরি আগুন লাগলে ১০-১২ লক্ষ টাকার ক্ষতি হতো, আল্লাহর অশেষ রহমত। তবে আমার প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত ৭ বছর যাবত আমি পোল্ট্রি খামার ও মাছ ব্যবসায় করছি, এমন কখনো হয়নি।
এক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, আগুন কে দিয়েছে বলতে পারছি না, দেখি নাই। কারো সাথে আমার শত্রুতাও নেই।
তবে কিছু দিন আগে লাকি আক্তার নামে এক মহিলার সাথে আমাদের ঝগড়া হয়। তবে কে আগুন দিয়েছে আমি দেখিনি।
অজ্ঞাতনামা বিবাদী উল্লেখ করে তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান বাদী ফখরুল। তিতাস থানার এএসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.