মোশারফ হোসেন রামগড়
খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের মধ্যম লামকুপাড়ায় কৃষি জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে মোঃ সাইফুল ইসলাম পিতা মৃত সামছুল হুদা মেম্বার কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১১ মার্চ মঙ্গলবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। ভ্রাম্যমান আদালত এর সূত্রে জানাযায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় মোঃ সাইফুল ইসলাম কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন রামগড় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান, ইউপি মেম্বার মোঃ ইসমাইল হোসেন, রামগড় থানা পুলিশের একটি টিম।
