হালিম সৈকত, কুমিল্লাঃ
তিতাস উপজেলায দুই বিএনপি নেতার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার (৪ মার্চ)
সন্ধ্যা সাতটায় বাতাকান্দি বাজারে জাসাস কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাসাস তিতাস উপজেলা শাখার আহ্বায়ক সামির হোসেন ও কৃষকদল তিতাস উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান সওদাগর বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামীলীগের দোসররা তাদের কাছে ড্রেজার ব্যবসার জন্য চাঁদা দাবি করে। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকার করায় প্রতিহিংসামূলকভাবে তাদের বিরুদ্ধে অপ-প্রচার চালানো হচ্ছে এবং জাসাস নেতা সামির হোসেনের উপর আক্রমণ চালায় । এর অংশ হিসেবে বাতাকান্দি বাজারে তাদের ছবি ব্যবহার করে ব্যানার তৈরি করে একটি মানববন্ধনের আয়োজন করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নেতারা বলেন, “আমাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অপকৌশল নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।” তারা আরও জানান, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র নতুন নয়, তবে জনগণ এসব মিথ্যাচার মেনে নেবে না। প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা একযোগে এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালালে কঠোর প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।