ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাকসামে বর্ণাঢ্য র‌্যালি

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আয়োজনে লাকসামে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত র‍্যালি ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং স্টেট মসজিদের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি ও লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আবদুর রব ফারুকী, সাবেক সভাপতি নিজাম উদ্দিন মু. মহসিন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা শহীদুল্লাহ প্রমুখ।

ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় র‍্যালি ও সমাবেশে লাকসাম শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন,

এদেশে সম্ভাবনায় ভরপুর তারুণ্যের শক্তি আছে। যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে। এ জন্য প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ। কিন্তু জাতি সেই কাক্সিক্ষত তারুণ্যের উদ্যম থেকে বঞ্চিত। ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হয়নি। জাতির এই প্রত্যাশা পূরণের জন্য আদর্শিক নেতৃত্ব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মহান লক্ষ্য নিয়ে নানাবিধ প্রতিকূলতার মাঝে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়।

জাতিকে সঠিক পথের দিশা দিতে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। অন্যেরা যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত সেখানে ছাত্রশিবির ছাত্রদের নৈতিক, চারিত্রিক ও আত্মিক উন্নয়নে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বারবার ছাত্রশিবির জালিম সরকার দ্বারা নির্যাতিত হয়েছে। বাংলার এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.