হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারিতে রুপালী ব্যাংক এর পক্ষ থেকে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৪ শে জানুয়ারী) সকাল ১১ টার দিকে থানাহাট ইউনিয়নের গাবেরতল এলাকায় মোঃ জয়নুল আবেদীন নেতার বাসভবনে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক কর্মকর্তা সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাজমুল হক বিপ্লব এবং এলাকার গণ্যমান্য অনেক ব্যাক্তি উপস্থিত ছিলেন , কম্বল হাতে পেয়ে সবাই আনন্দের হাঁসি প্রকাশ করেন।