মোশারফ হোসেন রামগড়
ফেনী চক্ষু হাসপাতালের আয়োজনে রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
৮ জানুয়ারি সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সারজা চ্যারিটি ইন্টারন্যাশানাল ঢাকাএর সার্বিক সহযোগিতায় ফেনী চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর মো: সিরাজ উদ্দোলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া।
এর পূর্বে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানায় সারজা চ্যারিটি ইন্টারন্যাশানালের কর্মকর্তা খোরশেদ আলম, সন্মাননা ক্রেষ্ট প্রদান করেন ফেনী চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি জসিমউদদীন, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী প্রমূখ।