রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ২০১৪ সালে উপজেলা পরিষদে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলা থেকে দীর্ঘ প্রায় ১১ বছর পর ১৪ বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী খালাস পেয়েছেন। রোববার (৫ জানুয়ারী) বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাফিয়া ইসলাম মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালতে উপস্থিত ও অনুপস্থিত সকল আসামীদের এ খালাসের রায় দেন। খালাসপ্রাপ্তরা হলেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান চোকদার, পৌর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান জুয়েল, উপজেলার বাইশারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আতিকুল ইসলাম, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাম্মদ তালুকদার, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ তরিকুল ইসলাম মিল্টন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আল-আমিন ও সাবেক সভাপতি সাব্বির হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সিরাজ ফকির, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তুহিন মৃধা,উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজমুল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাগর মাঝি, বিএনপি কর্মী ইয়ার হোসেন ও কামরুল ইসলাম। রাজনৈতিক হয়রাণিমূলক মামলা থেকে খালাস পাওয়ায় নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন. অবশেষে সত্যের তীব্র স্্েরাতে মিথ্যার মৃত্যু ঘটে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ।