হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পেয়েছে দিল্লি

আইন-অপরাধ আন্তর্জাতিক আরো জাতীয় ঢাকা পরিবেশ
শেয়ার করুন...

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিকপত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমরা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি নোট পেয়েছি।

জয়সওয়াল বলেন, এ মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।
তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিচারের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চায়—জানিয়ে ভারত সরকারের কাছে একটি নোট ভারবাল (কূটনৈতিক বার্তা) পাঠানো হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে।’


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.