বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

আরো পরিবেশ রাজশাহী শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টায় দিনব্যাপী উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ধুনট আসনের বগুড়া-৫ ও বগুড়া-৬ এর বিএনপি দলীয় সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ এ সময় তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা দেশের গণতন্ত্র টুকরো টুকরো করে দিয়েছে। এছাড়া ও বিএনপি নেতা ভিপি শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টুসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শতবছরের প্রাচীণ মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো আয়োজিত ওই অনুষ্ঠানকে ঘিরে আনন্দে মেতে উঠেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত সহপাঠী-বন্ধু ও পরিচিত মুখগুলোকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সবাই যেন পুরনো সব স্মৃতি খুঁজে ফিরছিলেন। স্মৃতিচারণে সবাই ফিরে যান সেই উচ্ছল তারুণ্যভরা দিনগুলোতে। প্রথমে শেরপুর মাদ্রাসা গেট থেকে শেরপুর শহর র‍্যালী করা হয়, পরে অতিথিসহ সকলের খাবার ব্যবস্থা করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.