হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ আনোয়ার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), হাফিজ রায়হান সাদা, সভাপতি, জামালপুর প্রেসক্লাব, জাহাঙ্গীর সেলিম, সম্পাদক, বাংলার চিঠি ডটকম ও জামালপুর খ্রিস্টান এসোসিয়েশনের চেয়ারম্যান পাস্টর অনুপ দিও, সেক্রেটারি পারভেজ ইউহোন্না, মাদারগঞ্জ উপজেলার এজি চার্চের পাস্টর সমুয়েল বালাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতে কখনও কোন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উৎসব পালন নিয়ে উদ্বিগ্নতা দেখা যায়নি। এখন কেমন যেন মানুষের মধ্যে উদ্বিগ্নতা দেখা যায়। সবাই স্বাধীনভাবে তাদের ধর্ম-কর্ম করবে এটাই প্রত্যাশা, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল, একটি পরাজিত গোষ্ঠী, দুষ্ট চক্র বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপকর্ম করে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বাস দেয়া হয়। এবার জেলার জামালপুর সদর, বকশীগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ২৩টি গির্জায় বড়দিন উদযাপিত হবে।