জিএম আহসান উল্লাহ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর ফাতেমা ইফফাত আরা উম্মুল ক্বোরা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন মারকাযুল মাদীনা আল-ইসলামী মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ আযহারী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক ও অত্র মাদ্রাসার ব্যবস্থাপক আলহাজ্ব মোবারক উল্লাহ মজুমদার।
মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব মৌলভী সুলতান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে তাফসীর পেশ করেন মাও আব্দুল কাইয়ুম, হাফেজ মাও মুফতী হাবিবুল্লাহ মিজবাহ, মুফতী আব্দুল কাইয়ুম মোল্লা।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম সুমনের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন সৈকত, মোহাম্মদ ইমাম হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও অত্র মাদ্রাসার সকল শিক্ষকগণ।
মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা আহসানুল্লাহ’র সঞ্চালনায় প্রধান আকর্ষণ ছিলো বিশ্ববিখ্যাত ক্বারী আবু রায়হানের মনোমুগ্ধকর তিলাওয়াত। বিশেষ আকর্ষণ শিশু শিল্পী তাসনিমুল হাসান নিহাল।
মাহফিলে অত্র মাদ্রাসার ১৫ জন হাফেজ ছাত্র হিফজ শেষ করায় তাদেরকে পাগড়ী প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক হাফেজ ছাত্রকে নগদ দশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
মাহফিলে শত শত ইসলাম প্রেমী মুসলিম তাওহীদী জনতা উপস্থিত ছিলেন।