কুমিল্লার মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে বলে খবর পাওয়া গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী বাজারের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ দিকে উপজেলার মৈশাতুয়া বাজারে টিনশেটের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মাসুম মিয়া জানিয়েছেন। তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এরমধ্যেই ১৫টি দোকানের সব মালামাল পুড়ে যায়।
স্থানীয় আহছান উল্লাহ বলেন, দোকানে বসে চা খাচ্ছি এমন সময় টিনশেটের মার্কেটে থেকে কালো ধোঁয়া দেখতে পাই। কাছে গিয়ে দেখি ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন নিবানো চেষ্টা করলেও কোন কাজ হচ্ছে না। এদিকে ফায়ার সার্ভিসের খবর দিলে তারা দুটি ইউনিট ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে জসিম উদ্দিনের ভ্যারাটিজ স্টোর,মিজানের কসমেটিক দোকান,জসিম উদ্দিনের মোবাইল ব্যাংকিং ও কসমেটিক দোকান সহ প্রায় ১৫টি দোকান প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আমাদের সারাজীবনের সম্বল একরাতের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। দোকানে থাকা মোবাইল ব্যাংকিং ও কসমেটিকস, মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপসহ মালামাল পুড়েছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার খবর শুনেছি। ফায়ার সার্ভিসের এবং ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করেছি।আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।