আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া)
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। অদ্য০৫ ডিসেম্বর সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সরাইল উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু মুসলিম সকল প্রকার ভেদাভেদ ভুলে এক হয়ে অংশগ্রহণ করেছেন। সবার মুখে একই কথা, আমরা যে যেই ধর্মেরই মানুষ হই – আমরা সবাই বাংলাদেশী। আমরা আমাদের দেশেই সবচেয়ে বেশি নিরাপদ এবং আমরা সব ধর্মের মানুষ একই সমাজে মিলেমিশে বসবাস করে আসছি আর আমাদের মাঝে কোনো বিভেদ, বিবাদ নেই। সভায় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোশারফ হোসেন,ভুমি অফিসার সিরাজুম মুনিরা সরাইল উপজেলা ও অফিসার ইনসার্জ রফিকুল হাসান সরাইল থানা,।মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জামায়াতে ইসলামী নেতা মাওলানা কুতুবউদ্দিন, উপজেলা আমির এডঃ মুনিরোজ্জামান,সেক্রেটারী এনাম খা,আবদুল জব্বার চেয়ারম্যান, সরাইল বাজার সেক্রেটারি বাবুল মিয়া, যুবদল সদস্য সচিব নুর আলম মিয়া, মাওলানা মঈনুল ইসলাম, বি এন পি নেতা হোসেন মিয়া, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক, সাংবাদ কর্মি আব্বাস উদ্দিন, সরাইল সদর যুবদলের সাবেক সভাপতি কামাল খন্দকার ও কৃষকদলের যুগ্ম আহবায়ক আলাল খন্দকার , হিন্দু সম্প্রদায়ের মধ্যে বক্তব্য রাখেন বাবু প্রমথনাথ স্যার, দেবদাস সিংহ রায়, বাউল দুর্গা চরণ দাস, দীলিপ বাবু সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।এসময় সরাইল উপজেলার সকল স্তরের জনগণের উপস্থিতি ছিল। সবারই শ্লোগান ছিল আমরা সবাই ভাই ভাই,
আমাদের কোনো বিভেদ নাই।
হিন্দু মুসলিম ভাই ভাই
মিলেমিশে বাঁচতে চাই।
দেশ এক জাতি এক,
দেশ আমাদের বাংলাদেশ।