কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিঃ
কুলিল্লার লাকসামে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন- “স্বপ্ন” ২য় পর্যায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অধীনে ও বেসরকারি সংস্থা ইপসা’র বাস্তবায়নে এবং সুইডেন, মেরিকো, ইউএনডিপির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মাধ্যমে লাকসাম উপজেলা সাতটি ইউনিয়নের ২৫২ জন উপকারভোগী রয়েছে৷
উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনা প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রজেক্ট অফিসার স্বপ্ন-২ প্রকল্প লাকসাম এর ফোরকান৷
এসময় বক্তব্য রাখেন দৈনিক গণজাগরণের প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা নয়ন চদ্র দাস, ডাঃ আবুল হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, স্বপ্ন’র কর্মী গ্রুপ লাডার নারগিস আক্তার প্রমুখ৷
এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ, প্রশিক্ষণার্থী, গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের কর্মচারীবৃন্দ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ৷