“আপনার সু-স্বাস্থ্যের জন্য আমরা আছি পরিবারের মত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম পৌরশহরের বাইপাসে লাকসাম মডার্ণ হসপিটালের শুভ উদ্বোধন গতকাল রবিবার (১ ডিসেম্বর) সকালে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন লাকসাম মডার্ণ হসপিটালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মোঃ আবদুল বারেক ও এমডি স্বপন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম বনিক সমিতির যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল, সাবেক কাউন্সিল ইসমাইল হোসেন, বনিক সমিতির সদস্য কামাল হোসেন, ইসলামী ব্যাংক লাকসাম শাখা ম্যানেজার সানাঊল্লাহ, পরিচালক বৃন্দ যথাক্রমে মোঃ ওমর ফারুক, ইমরান হোসেন, ডাঃ আইরন ইয়াছমিন, মোঃ জসিম উদ্দিন, হারুনুর রশিদ, বাবুল, শহীদ উল্ল্যাহ হুমায়ুন কবির মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামছুল আলম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেছেন হাফেজ মাওলানা ওসমান গণি।
হাসপাতাল সূত্রে জানা যায়, লাকসাম পৌরশহরে ব্যাতিক্রম ভাবে ও অত্যাধুনিক ভাবে স্বাস্থ্য সেবার মন মানসিকতা নিয়ে লাকসাম মর্ডাণ হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে। এখানে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদান করবেন বিশেষজ্ঞ ডাক্তার গণ। এছাড়া অপারেশন থিয়েটার সহ ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি সহ অত্যাধুনিক মেশিন আছে এ প্রতিষ্ঠানে। পল্লী ডাক্তার গণও এ প্রতিষ্ঠানের সহযোগিতা করবে বলে অঙ্গিকার করেছেন। প্রতিষ্ঠানের প্রশাসনের লোকজন শতভাগ সেবা দিবেন বলে বক্তব্যে ব্যাক্ত করেছেন। ২৪ ঘন্টা এম্বুলেন্স এর সুবিধা রয়েছেন।