রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে ধানবীজ বিতরণ

আরো কৃষি চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোশারফ হোসেন, রামগড়
সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রামগড় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ সহায়তা, বোরো ধানের উফশী জাতের বীজ ও সার সহায়তা প্রদান প্রনোদনা কর্মসূচীর আওতায় ১২০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।
২৮ নভেম্বর সকাল ১০ টায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: সানাউল হকের উপস্থাপনায় বিস্তারিত তথ্য মূলক স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোহাম্মদ রাশেদ চৌধুরী।
সর্বশেষে সভাপতি মহোদয় দু’জন কৃষক ও কৃষানীর মাঝে বীজ বিতরণ করে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এর পর সংসৃষ্ট ব্লকের উপসহকারী অফিসারগন নিজ নিজ ব্লকের ৫০০ জনকে উপশী জাতের ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি হারে এবং ৭০০ কৃষকদের মাঝে শুধু হাইব্রিড বীজ ২ কেজি হারে বিতরণ করেছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.