তুমি কার

আরো বিনোদন সাহিত্য
শেয়ার করুন...

মোঃ মনির সরদার

আঠারো বছর প্রেমের কারাদণ্ড পেলে তুমি
তবুও আমাকে ভুলে যেতে পারলে না।

হৃদয়ের গহীন অতলে তুমি রয়েছো
তোমাকে ভুলে থাকি কি করে একবার বলো।

আমি তুমি কার প্রেম সাগরে ডুব দিয়েছি
দুটি হৃদয়ের অতি আদরে দুষ্টুমিতে ভালোবেসেছি।

আঠারো বছর পরেও তুমি আমার আগেও ছিলে আমার
তোমার প্রেমের কারাদণ্ডে আমি চিরকাল দণ্ডিত হলাম।

তুমি আমাকে জড়িয়ে রেখো বুকের পাঁজরে
আমি থাকবো শুয়ে তোমার বুকে মাথা রেখে আজন্মকাল।

তুমি যখন খুশি দিও প্রেমের হাত পাখার বাতাস
আমি উপভোগ করবো তোমার দু’চোখের শুদ্ধ ভালোবাসা।

যেমন সাদা কাগজের মূল্য নেই লেখা ছাড়া
তেমনি তুমি ছাড়া আমার জীবন অমূল্যহীন।

তুমি আমার সাংস্কৃতিক অঙ্গ রূপ ভালোবাসা
আমি তোমার অন্তরের অনুভূতি প্রেম।

তোমার চলার পথে যতবার ডাকবে আমায়
আমি থাকবো ততবার জীবন সঙ্গী হয়ে চিরকাল।

তোমার ঠান্ডা শরীর আমি দিবো শীতের আবরণের রাতে গরম করিয়া
প্রেমের কার্যকর হবে উষ্ণতার অনুভবে হৃদয় ছুঁয়ে।

তুমি কার প্রশ্ন করো না বারবার তুমি শুধুই আমার
আঠারো বছর পরেও হাসিমুখে বলি ভালোবাসি শুধুই তোমাকে।

তুমি বন্ধি করে রেখে দাও প্রেমের কারাগারে
তবুও আমি জামিন চাইবো না তোমার ঠোঁটের প্রাণে।

আমি তোমার তুমি আমার চোখের মণি
অপার সময় সৌন্দর্যে হারিয়ে যাই প্রেমের জীবন ছন্দে।

নৃত্য লিখে পাতায় পাতায় প্রেম জাগে মনের কোণে
উষ্ণতা ঘামে হাতে তলে’ কথা বলে মন ভরে।

বিয়ে করো শীতের সিজেন এলে
ভালোবাসো দিন রাতের আলোয়!!!


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *