রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ উর রহমান বলেছেন,
মাদককে না বলুন। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে বিকশিত করে সর্বনাশা মাদককে দুর করতে হবে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে যেতে হবে। শিক্ষকরা যেন ক্লাসে অন্তত ৫ মিনিট শিক্ষার্থীদের মোটিভেশন দেয় তার ব্যবস্থা করতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে বানারীপাড়া সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে অফিসার’স ক্লাব বনাম ডাকবাংলো একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে শেষে তিনি এ কথাগুলো বলেছেন।
খেলায় ডাকবাংলো একাদশ চ্যাম্পিয়ন এবং অফিসার’স ক্লাব রানার আপ হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নবাগত বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ উর রহমান। তিনি ২৮ রান করে ২ উইকেট নিয়েছেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় সিংহ,সমাজসেবা অফিসার পার্থ সারথী,দেউরী ক্রিড়া শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েল সহ উভয় দলের খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।