৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

আইন-অপরাধ আরো ঢাকা সারাদেশ
শেয়ার করুন...

ঢচরাজধানীর ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোছাঃ তাসলিমা (৪০)।

গতকাল সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১০:০৫ ঘটিকায় ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডেমরার সারুলিয়া রানীমহল বাজার এলাকার একটি ভাড়া বাসায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাসলিমাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। পরে বাসাটি তল্লাশি করে তাসলিমার শোবার ঘরের খাটের নিচ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের সর্বমোট ওজন ৯৮.৫ লিটার ও আনুমানিক মূল্য ১৯ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত তাসলিমা তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ফেনসিডিল তারা বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.