চাখার ইউপি চেয়ারম্যান টুকুসহ তিন আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতার দায়েরকৃত মামলায় চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুসহ তিন আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,একই মামলার আসামী ইউপি সদস্য রফিকুল ইসলাম ও আওয়ামী লীগ কর্মী মজিবর রহমান বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক রেনেসা খানম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদের মধ্যে চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চাখার বাসস্ট্যান্ডে অগ্রণী ব্যাংকের ভিতরে বিএনপি নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ অবস্থা থেকে থানা পুলিশ উদ্ধারের পরে এক বিএনপি নেতার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়। চাখার বাসস্ট্যান্ডে ওইদিন তার মোটরসাইকেলটিও পুড়িয়ে ফেলা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। একই মামলার আসামী উপজেলার চাখারের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী মজিবর রহমানও আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেছিলেন। উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের বাসিন্দা বিএনপি নেতা ফারুক সিকদার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীকে সুনির্দিষ্ট ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.