কাল দানশীল ব্যাক্তিত্ব সত্যেন্দ্র নাথ বড়ুয়ার ১১তম প্রয়ান দিবস

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি
রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীল গ্রামের সন্তান, বিশিষ্ঠ সমাজ সেবক দানশীল ব্যাক্তিত্ব প্রয়াত সত্যেন্দ্রনাথ বড়ুয়ার ১১তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর।সত্যেন্দ্রনাথ বড়ুয়া মানুষের কল্যানে একজন নিবেদিত প্রাণ ছিলেন।তিনি তার বাবার নামে গ্রামে প্রতিষ্ঠা করেন দীনবন্ধু দাতব্য চক্ষু চিকিৎসালয় ও ভানুপ্রভা হোমিও দাতব্য চিকিৎসালয় । গরীব ও অসহায় মানুষের জন্য তিনি সবসময় চিন্তা করতেন।চট্টগ্রাম শহরের মোমিন রোডে একসময় বড়ুয়া ব্রাদার্স নামে সত্যেন্দ্র নাথ বড়ুয়ার ব্যাবসা প্রতিষ্ঠান ছিল।ওনার সহধর্মীনি প্রয়াত মায়া রানী বড়ুয়া একজন ধর্মপ্রান নারী ছিলেন।মৃত্যুকালে দুই কন্যা ও এক ছেলে রেখে যান ।ওনার একমাত্র ছেলে রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া ও সমাজ সেবায় নিয়োজিত থেকে মানব কল্যানে কাজ করে যাচ্ছেন । বর্তমানে পিতা-মাতার স্মরণে গ্রামে প্রতিষ্ঠা করেছেন সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশন ।মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে প্রার্থনা সভা, পারলৌকিক সদগতি কামনায় প্রার্থনা, স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.