লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে পোনা বিতরণ

আরো কুমিল্লা কৃষি চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা লাকসাম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩৮ জন প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৩৮ জন প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে ৬ কেজি করে বিনামূল্যে মোট ৮শ ৩০ কেজি কার্প জাতীয় পোনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শওকত আলী তত্ত্ববধানে পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস,
খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, পোনা অবমুক্তকরন কমিটির অন্যান্য সদস্যগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.