মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার অনুপম হাওলাদারকে গ্লাস ভেঙে আঘাত করা ও প্রকাশ্যে হত্যা চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
আজ ২৯ অক্টোবর মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার দক্ষিন, আমতলী গ্রামের মাদক সেবী সুদেব হালাদার কর্তৃক প্রকাশ্যে কাঠালীয়া উপজেলায় কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তা অনুপম হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে গ্লাস ভেঙে তা’ দিয়ে আঘাত করলে গুরুতর আহত করে। এবং স্হানীয় যুবকদের নামে মিথ্যা মামলা করার প্রতিবাদে হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধ করেন। এ সময় উপস্থিত গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন রনজিৎ বেপারী, নির্ঝর কান্তি ননি, মোঃ রিয়াজ খান রনী, সঞ্জিতা রানি, শিপ্রা রানী প্রমূখ।
প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলার পরে বিক্ষুব্ধ জনতা এই হামলা কারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা আরো বলেন বামনার সন্তান বর্তমানে কাঠালিয়া উপজেলায় কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তা অনুপম হাওলাদারকে প্রকাশ্যে দিবালোকে গ্লাস ভেঙে আঘাত করে। এটা তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা মণে করি। আমরা এর তীব্র নিন্দা জানাই, এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।