কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধঃ
স্থানীয়রা স্থানীয়ভাবে স্থানীয় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, দেশে এগিয়ে যাবে৷ স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান হলে দেশে তেমন কোন সমস্যা থাকবে না৷ সরকারিভাবে জাতীয় সমস্যা সমাধান করতে সহজতর হবে৷
শুক্রবার (১১ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় সম্পাদক, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সাথে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে মত বিনিময় ও সম্প্রীতি সমাবেশে কথাগুলি বলেন৷
মত বিনিময় ও সম্প্রীতি সমাবেশের শুরুতে পিস ফ্যাসিলিটিটার গ্রুপ ও ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷
পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় মত বিনিময় ও সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন, পিএফজির এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, এম্বাসেডর মো: সিরাজুল হক, নাজমুন নাহার নূপুর, লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি ও পিএফজি এম্বাসেডর নূরে আলম মানিক, পিএফজি সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, সদস্য ও ইসলামীক ফ্রন্ট কুমিল্লা জেলার সভাপতি মীর মোঃ আবু বকর সিদ্দিক, সদস্য ও সাংবাদিক মাঃ কামাল উদ্দিন, সাংবাদিক আরিফুর রহমান স্বপন, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা প্রমুখ৷
এসময় আরো উপস্থিত ছিলেন, পিএফজি এম্বাসেডর নিমাই চন্দ্র সাহা, সদস্য ও আলখিদমা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, মোঃ আহসান হাবিব, মোঃ খবির উদ্দিন কিরন, রতন লাল সাহা, তাসলিমা আক্তার,আফরাতুল করিম রিমু,শহিদুল ইসলামসহ পিএফজি ও ইয়ুথ গ্রুপের লাকসাম ইউনিটের অন্যান্যরা৷