স্থানীয়রা স্থানীয় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন —লাকসামে ড. বদিউল আলম

আরো কুমিল্লা চট্টগ্রাম জাতীয় পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধঃ
স্থানীয়রা স্থানীয়ভাবে স্থানীয় সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন, দেশে এগিয়ে যাবে৷ স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান হলে দেশে তেমন কোন সমস্যা থাকবে না৷ সরকারিভাবে জাতীয় সমস্যা সমাধান করতে সহজতর হবে৷

শুক্রবার (১১ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় সম্পাদক, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের সাথে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে মত বিনিময় ও সম্প্রীতি সমাবেশে কথাগুলি বলেন৷

মত বিনিময় ও সম্প্রীতি সমাবেশের শুরুতে পিস ফ্যাসিলিটিটার গ্রুপ ও ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে ডক্টর বদিউল আলম মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷

পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় মত বিনিময় ও সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন, পিএফজির এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, এম্বাসেডর মো: সিরাজুল হক, নাজমুন নাহার নূপুর, লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি ও পিএফজি এম্বাসেডর নূরে আলম মানিক, পিএফজি সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল হোসেন মিলন, সদস্য ও ইসলামীক ফ্রন্ট কুমিল্লা জেলার সভাপতি মীর মোঃ আবু বকর সিদ্দিক, সদস্য ও সাংবাদিক মাঃ কামাল উদ্দিন, সাংবাদিক আরিফুর রহমান স্বপন, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা প্রমুখ৷

এসময় আরো উপস্থিত ছিলেন, পিএফজি এম্বাসেডর নিমাই চন্দ্র সাহা, সদস্য ও আলখিদমা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, মোঃ আহসান হাবিব, মোঃ খবির উদ্দিন কিরন, রতন লাল সাহা, তাসলিমা আক্তার,আফরাতুল করিম রিমু,শহিদুল ইসলামসহ পিএফজি ও ইয়ুথ গ্রুপের লাকসাম ইউনিটের অন্যান্যরা৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.