মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের আলেম ওলামা পরিষদের উদ্যোগে
গত ৮ অক্টোবর রোজ মঙ্গলবার শেরপুর ডিজে মডেল হাইস্কুল খেলার মাঠে ১২ তম ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর হইতে রাত্রি ১২ টা পর্যন্ত উক্ত মহা সম্মেলনে সভাপতিত্ব করেন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম হযরত মাওলানা এজাজ উদ্দীন সাহেব। ওলামা পরিষদের ও জনপ্রিয় বক্তা আব্দুর রহমান মোল্লার সঞ্চালনায় মহা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আলহাজ্ব হযরতুল আল্লাম মাওলানা মোঃ আনিসুজ্জামান সিকদার কাসেমী। এছাড়াও মহা সম্মেলনের প্রধান বক্তা ও আলোচক হিসাবে বক্তব্য দেন সুলতানুল ওয়ায়েজীন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ, হেমায়েতপুর, সাভার, ঢাকা। আরোও বক্ততা দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন- আল্লামা আব্দুল বাছেত খান’ পরিচালক, জামিয়া নিজামীয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসা, সিরাজগঞ্জ।
এসময় উক্ত ইসলামী মহা সম্মেলনে বক্তারা পবিত্র আল কুরআনের আলোকে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে আলোচনা ও দোয়া মোনাজাত করেন। এসময় শেরপুরের সর্বস্তরের মানুষ এবং আলেম ওলামাগণসহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।